স্পেন টু আমেরিকা (হার্ডকভার) - আবু লুবাবা শাহ মানসুর | বইবাজার.কম

স্পেন টু আমেরিকা (হার্ডকভার)

বইবাজার মূল্য : ৳ ১৭৩ (২৫% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ২৩০





WISHLIST


Related Bundles


Bundle Title Price
1
কালান্তর ইতিহাস বান্ডেল

৳ ৪৮৮



Overall Ratings (1)

Sohag
20/04/2020

বই: স্পেন টু আমেরিকা প্রথম অংশে মুসলিমদের গৌরবজ্জ্বল ইতিহাস থেকে শুরু করে কনস্টান্টিনোপল বিজয় এবং একে একে ইউরোপ জয়ের দিকে এগিয়ে যাওয়ার সাধনাতে কি করে ষড়যন্ত্রের শিকার হয়, ব্যক্তিস্বার্থ, ক্ষমতার লোলুপ দৃষ্টির ফাঁদে পড়ে, কি করে মুসলিমরা হারিয়ে ফেলে তার সুবিশাল সম্রাজ্য সে বর্ণনা দেয়া হয়েছে। শুরু করা হয়েছে হিজরীর সপ্তম শতাব্দী থেকে। খাওয়ারিজম গোত্রের সর্দার উরতুগরুল হিজরত করতে গিয়ে ঘটনা চক্রে জড়িয়ে পড়েন সুলতান আলাউদ্দিন সালজুকির বাহিনীর সাথে এবং উরতুগরুলের সততা বিশ্বস্ততার দরুণ সুলতানের ঘনিষ্ঠ সেনাপতি তে পরিণত হন। উরতুগরুল মারা যাওয়ার পর নেতৃত্ব পান তার যোগ্য সন্তান উসমান খান এবং পরবর্তীতে সেই নেতৃত্বকে এগিয়ে নিয়ে যান উসমান খানের বংশধরার এক প্রদীপ্ত সন্তান বায়েজীদ খান যাকে 'ইলদারাম' (বজ্র) উপাধি দেয়া হয়েছিল, যিনি কসভোর ময়দানে ইউরোপীয় বাহিনীকে পরাজিত করেছিলেন। বায়েজীদ খান ই ছিলেন তৎকালীন প্রাচ্যের ত্রাস আর অপর দিকে প্রাচ্যের আতঙ্ক ছিলেন তৈমুর লং। এই দুই সিংহের মধ্য ষড়যন্ত্রের জাল বিছিয়ে ছিলেন কায়সার। যে ষড়যন্ত্রের স্বীকার হয়ে ভুল করে বসেন দুই মুসলীম বীর যার দরুন ভেঙ্গে যায় মুসলিম ঐক্য, ছন্নছাড়া হয়ে পড়ে মুসলিম সম্রাজ্য। পরদিকে বায়েজীদখানের দৌহিত্রে কপালে লেখা ছিল কনস্টান্টিনোপলের বিজয় মুকুট। তোপ আর মিনারের প্রথম ব্যবহারের মাধ্যমে প্রায় ৫১ দিন অবরোধের পর সেই কাঙ্খিত মুহূর্ত আসে যার আগাম বার্তা দিয়ে গেছিলেন স্বয়ং রাসুল (সা:) [বুখারী,মুসলিম, মুসনাদে আহমদ] তারপর সেই স্বর্ণযুগের ইতিহাস ভেঙ্গে যাওয়ার করুন কাহিনী বর্ণিত হয়েছে। পিতার সাথে পুত্রের গাদ্দারি, কওমের সাথে নেতৃত্বের বিশ্বাসঘাতকতা এই নিয়ে এগিয়ে চলছিল কুটকৌশল। ফার্দিনান্দ আর ইসাবেলা খুব ভালোমতো বুঝেছিলেন এ জাতিকে তালোয়ার দিয়ে মোকাবিলা করা বোকামী বরং মোকাবিলা করতে হবে তাদের ঈমানের, সেই তেজদীপ্ত ঈমানে বিষবাস্প ঢুকিয়ে দিতে পারলেই পেয়ে যাবে ক্ষমতার মসনদ। অবশেষে, ৮০৬ বছর ধরে পতপত করে ওড়া ইসলামের পতাকা নামিয়ে আল হামরার চূড়ায় ঝুলিয়ে দেয়া হয় ক্রসের প্রতীক। হারিয়ে যাওয়া জান্নাতে মুসলিমরা বেঁচে থেকেও মরে যেতে থাকে রোজ রোজ। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের নৈপথ্যের কাহিনী তুলে ধরা হয়েছে। মুসলমানদের দূরদর্শিতার অভাবে কি করে আমেরিকা আবিষ্কারের সুযোগ ইহুদীদের হাতে চলে গেলো আর সে ভূখন্ড কি করে নতুন সভ্যতার জন্ম দিল সে ইতিহাস আলোকপাত করা হয়েছে। লাঞ্চিং নামক অমানবিক খেলায় কি করে আমেরিকানরা মেতে উঠলো, টেনেসি রাজ্যের রেড ইন্ডিয়ান দের তাড়িয়ে দেয়ার করুন কাহিনী ও বর্ণনা করা হয়েছে। কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গদের অন্যায় অবিচার নির্মমতার ব্যাখ্যা পাঠক হৃদয় কে নাড়া দেবে নিশ্চিত। পরিশেষে, কত কত রক্তের সাগর পারি দিয়ে আমেরিকানরা আজ উচ্চ জাতিতে পরিণত হয়েছে সে সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে বইটিতে।


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2025 BoiBazar.com