আলেকজান্ডার সোলঝেনিৎসিন বিশ্বসাহিত্যের বলিষ্ঠ কণ্ঠ। নোবেলজয়ী এই লেখক কথাসাহিত্যের জন্যই বিখ্যাত। কিন্তু সামাজিক, বৈশ্বিক ও সভ্যতার দায়বোধের জায়গা থেকে তিনি সত্তর দশকে একটি চিঠি লিখেছিলেন সোভিয়েত নেতাদের উদ্দেশে। দুঃসাহসী সেই চিঠি। এর আগে জেল-জুলুম সয়েছেন তিনি। তারপরও যা বলার বলেছেন তিনি নির্দ্বিধায় এই চিঠিতে। বহু বছরও এই চিঠি এখনও ভীষণ প্রাসঙ্গিক। একনায়কতন্ত্র, সর্বাত্মকবাদ আর ফ্যাসিবাদ যতদিন আছে ততদিন তাঁর এই বিবেচনা, মতামত, দৃষ্টিভঙ্গি ও দর্শন প্রাসঙ্গিকই থাকবে।