সত্তরের নির্বাচন ছিল বাঙালির জাতিগত চেতনার উন্মেষলগড়ব। মূলত এই নির্বাচনেই বাঙালি নিজেদের কিছু করতে হবেÑ এরকম ভাবনা পোষণ করতে শুরু করে। এ নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করেও ক্ষমতায়নে পশ্চিম পাকিস্তানিরা সিংহাসনজুড়ে বসে থাকে। বাঙালি তাই নিজের অধিকার-সংগ্রামে আবির্ভূত হয়। বইটি সেইসব গণজাগরিক সংগ্রামের ইতিহাস।