“.... সত্যজিৎ এখন বৈদ্যুতিক চুল্লিতে। মাংস, মেদ, মজ্জা পুড়ছে। ঘন কালো ব্যাকব্রাশ চুল পুড়ছে। ছবি আঁকার হাত পুড়ছে। অসম্ভব গভীর দু’টি চেখ হিটারের প্রচন্ড তাপে ফটাস ফটাস ফেটে আগুন ঝরে পড়ছে। াতাসে সত্যজিতের গন্ধ। এপ্রিল মাসের গনগনে রোদ্দুরে কলকাতার কোথাও আমি সত্যজিৎ রায়কে খুঁজে পাচ্ছি না। আমি চিৎকার করে কাকে বলবো মহারাজ তোমাকে সেলাম, আমি বাংলাদেশ থেকে এলাম।