ফ্ল্যাপের কিছু কথাঃ সমাজে ঘুষ, দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাসের কারণে অশান্তি বেড়ে গেছে। সহজ সরল সাধারণ মানুষ প্রতিদিন নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন। মেয়েদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে । স্কুল-কলেজে পড়াশোনার জন্য ছেলে-মেয়েদের পাঠিয়ে অভিভাবকেরা দিন কাটে শংকায়। রোজগেরে মানুষরা কাজ শেষে নির্বিঘ্নে ঘরে ফিরলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। দুর্নীতিগস্ত করছেন। আর এক শ্রেণীর মানুষ আছে যাদের ধ্যান জ্ঞান হলো টাকা চাই, আরো টাকা চাই, তাদের চাহিদার কোনো শেষ নেই। বিনা পরিশ্রমে কিংবা স্বল্প সময়ে বিশাল বিত্তের মালিক হওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় মানুষ নীতি ও আদর্শ হারিয়ে ফেলছে। ফলে সমাজে অশান্তি ক্রমশ দানা বাঁধছে। সৎ পথে থেকে আদর্শবান মানুষ হিসেবে সবার শ্রদ্ধা ও ভালবাসা অর্জন করতে চাওয়া লোকের সংখ্যা কমে যাচ্ছে। সমাজে যার যে কাজে তিনি যদি সেটি সঠিকভাবে শ্রম ও নিষ্ঠার সাথে পালন করেন তা হলে মানুষের অভাব দূর হবে, সমাজে শান্তি ফিরে আসবে, আর দেশ এগিয়ে যাবে । মিথ্যা চিরকাল অন্ধকার । মিথ্যা, স্বার্থপরতা, পরশ্রীকাতরতা, পরমুখাপেক্ষিতা, সন্ত্রাস, রাহাজানি ও দুর্নীতির সাথে যারা জড়িত মানুষ চিরকালই তাদের ঘৃণা করে। দেশপ্রেমিক হতে হলে পরিশ্রমী হতে হবে, মিথ্যা বলা পরিহার করতে হবে এবং দেশের মানুষের কল্যাণে প্রত্যেককে কাজ করতে হবে। সত্য যত কঠিন হোক, তীক্ষ্ণ হোক, সত্যের চেয়ে সুন্দর আর কিছু নাই। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে। সত্যবাদীকেই মানুষ বিশ্বাস করে, তার উপর বিশ্বাস রাখে। মানুষে মানুষে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে সত্যের বিকল্প নেই। সত্য কথা বললে, সৎ পথে চললে সমাজে শান্তির ধারা প্রবাহিত হবে। সবার প্রতিজ্ঞা হোক, আজ থেকে একাজ শুরু করতে হবে, তা হলেই সমাজ থেকে দূর হবে সকল অশান্তি । একথাগুলোই এ বইয়ের উপজীব্য।