আমরা রাসুলুল্লাহ (সা)কে সত্য নবী বলে বিশ্বাস করি। প্রশ্ন আসতেই পারে যে নবী (সা) যে আসলেই একজন সত্যনবী সেটার প্রমাণ কি? আমরা কি অন্ধবিশ্বাস করি নাকি আমাদের বিশ্বাসের শক্তিশালী ভিত্তি রয়েছে,যেই ভিত্তি সত্যের চাদরে আবৃত?
একজন মানুষকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য যে যে যুক্তি যে যে কারণগুলো পেশ করা যায় সব গুলোই নবী মোহাম্মদ (সা) এর সাথে সাদৃশ্য করার চেষ্টা করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত একটা কারণও মিলেনি তাহলে কি আপনি মেনে নিচ্ছেন যে উনি আসলেই সত্য নবী? নবী মুহাম্মদ (সা)কে যারা সহ্যই করতে পারেন না তারা কি পারবেন কিছু সময়ের জন্য হলেও বিদ্বেষ নামক চশমাটি খুলে রেখে মুক্তমন নিয়ে "সত্যর অনুভূতি" বইটি পড়তে?
আসুন অন্যভাবে চিন্তা করি, যেখানে রয়েছে সত্যের প্রশান্তি,আছে তৃপ্তির স্বাদ। সাহস করে একবার পড়েই দেখি! কি আছে এখানে তাই না? আপনাকে ভাবাবে,আপনাকে যুক্তির দুনিয়া ভ্রমণ করাবে বইটি। মুসলমানদের ইমান যেমন শক্তি হবে ঠিক একইসাথে যারা ইসলামকে মানেন না তাদের জন্যও ভালো বন্ধু হিসেবে পাশে থাকবে বইটি।