শাহীন আখতার কুমিল্লার চান্দিনা থানার হারং গ্রামে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করেন। তার লেখা "তালাশ" উপন্যাসের জন্য তিনি ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার 'এশিয়ান লিটারেরি অ্যাওয়ার্ড' পান এবং ১৪১০ সালে 'প্রথম আলো বর্ষসেরা বই' পুরস্কারে ভূষিত হন। "ময়ূর সিংহাসন" উপন্যাসের জন্য তিনি আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার ও আইএফআইসি ব্যাংক পুরস্কার লাভ করেন। এছাড়াও, "অসুখী দিন" উপন্যাসের জন্য ২০১৮ সালে তিনি জেমকন সাহিত্য পুরস্কার পান। তার সর্বশেষ উপন্যাস "এক শ এক রাতের গল্প" হোলি আর্টিজানের আত্মঘাতী হামলাকে কেন্দ্র করে রচিত হয়েছে।
Title :
সতী ও স্বতন্তরা: বাংলা সাহিত্যে নারী - ১ম খণ্ড