শাইখের আলোচনায় সবিশেষ প্রধান্য পায়—বিবাহ, বহু বিবাহ, দ্রুত বিবাহ, পুণ্যময় স্ত্রী, যুবসমাজ, সামাজিক ও পারিবারিক অবক্ষয়ের মূল কারণ ও এর থেকে উত্তরণ; সেই সাথে স্থান পায় মুসলিম-বিশ্ব, জয়-পরাজয়, নারী-অধিকার, মানবাধিকার, সুস্থ সুখি পরিবার ও সমাজ গঠন, সুস্থ খাদ্যাভ্যাস, দুশ্চিন্তামুক্ত জীবন, হেলদি লাইফ-স্টাইল, উত্তম আহার, এক্টিভিটি, প্রডাক্টিভিটি, চিকিৎসা, স্বাস্থ্য-সচেতনতা, আত্মশুদ্ধি, চিন্তাশুদ্ধি, ইতিহাস, বিজ্ঞান, তুলনামূলক ধর্মতত্ত্ব, প্রাচ্য-সংকট; বৈশ্বিক, অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক সংকট ও বিপর্যয়, বিশ্ব-রাজনীতি ইত্যাদি বিষয়াদি। প্রতিটি বিষয়ই স্থান পেয়েছে বক্ষ্যমাণ বইটিতে। এক একটি বিষয় বিশ্লেষিত—কুরআন-সুন্নাহ, জীবন, ন্যায্য, নৈতিক, আদর্শিক, বাস্তবিক, বৈজ্ঞানিক ও ঐতিহাসিক মানদণ্ডে।
তিনি আলোচনা, পর্যালোচনা, বিচার ও বিশ্লেষণে একাধারে একজন প্রাজ্ঞ, তত্ত্বজ্ঞ, বিচক্ষণ ও ইনসাফপূর্ণ ব্যক্তিত্ব। তার লেকচার শুনে উপকৃত হচ্ছেন বহু তরুণ-তরুণী; শুধু মুমিনই নয় অমুসলিমরাও উপকৃত হচ্ছেন তার বক্তব্য থেকে; খুঁজে পাচ্ছেন আঁধার ছেড়ে আলোর পথের দিশা।