স্বপ্ন, আনন্দ-বেদনা, দুঃখ-কষ্ট এবং তীব্র জীবনবোধ একসাথে চলে হাত ধরাধরি করে। একটির সাথে অন্যটির সম্পর্ক গভীর থেকে গভীরতর। কবি রওশন আরা রুশনী জীবনের বাস্তবতায় সাঁতার কেটে যে তিতিক্ষা, যে মুমূর্ষু অভিজ্ঞতা, সুন্দরের যে নিপীড়িত সর্বনাশ প্রত্যক্ষ করেছেন তারই বাস্তব রূপ প্রস্ফুটিত হয়েছে এই সমগ্র কবিতাগ্রন্থের প্রতিটি কবিতায় এবং তিনি তা মগ্ন শিকারির ধ্যানে তুলে ধরেছেন।
তাঁর কবিতায় জটিলতার স্বাদ খেলা করে না বরং জীবনের সর্বনাশ এবং সুন্দরতম অনুভূতিগুলো উঠে আসে মানবিক পতাকায়, গভীর তপস্যায়। কবি রওশন আরা রুশনী সরল ও সহজ বাক্যে নিবিড়তম শব্দ চয়নে কবিতার জমিনে চৈতন্যের চাষাবাদ করেন। তাঁর কবিতায় জীবন এবং জীবনের নানান খুঁটিনাটি বিষয়গুলো অতি স্বচ্ছতায়-মমতায় উঠে আসে গভীরতম উপলব্ধির নৃত্যে।
জীবনকে জটিলতার অক্টোপাসে না জড়িয়ে তিনি সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতিগুলোকে অসম্ভব আন্তরিকতায় বেঁধে রাখেন চিরায়ত আটপৌরে আয়োজনে। আমার বিশ্বাস সমগ্র কবিতাগ্রন্থের প্রতিটি কবিতা পাঠক হৃদয়কে আন্দোলিত করবে।