ফ্ল্যাপের কিছু কথাঃ ড. জসীম উদ্দিন আহমেদ ১৯৩৩ সনে কুমিল্লা জেলার গৌরিপুরে জন্মগ্রহণ করেন । তিনি একজন পরমাণু বিজ্ঞানী ; আমেরিকা থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি আনবিক বিকিরণ নিরাপত্তা বিশেষজ্ঞ, জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক শক্তি এজেন্সি, ভিয়েনাতে দীর্ঘ চব্বিশ বছর চাকুরি করেন এবং আনবিক বিকিরণ নিরাপত্তা বিভাগে প্রধান ও পরিচালক পদে দায়িত্ব পালন অবস্থায় অবসর গ্রহণ কনে। তিনি তাঁর বিষয়ে পৃথিবীর বহু দেশের উপদেষ্টা ছিলেন এবং আনবিক বিকিরণ নিরাপত্তা বিষয়ে অনেক নিরাপত্তা স্ট্যান্ডার্ড, গাইড বুক, কোডস্ এবং টেকনিক্যাল রিপোর্টস তৈরি করেন।
ড. আহমেদ তুলনামূলক ধর্ম বিষয়ে একজন গবেষক এবং কোরআনের বিজ্ঞান বিষয়ের ওপর যথেষ্ট গবেষনা করেন। এই সব বিষয়ে তিনি দেশে ও বিদেশে অনেক বক্তৃতা প্রদান করেছেন এবং করছেন।
তিনি একজন কবিও বটে। তাঁর কবিতা গন্থ ‘হয়তো কিছুনা’ (২০০৩) ইংরেজি ও বাংলায় ‘অবারিত মন’ (২০০৪) এবং ‘প্রেম সাগর’ (২০০৫) ইংরেজী ও বাংলায় প্রকাশিত হয়।
তাঁর লেখা ‘ আমার দেখা একুশে ফেব্রুয়ারি’ (২০০৩) রাষ্ট্রভাষা আন্দোলনে অংশগ্রহণের নজীর হিসাবে প্রশংসা লাভ করেছে ।
রবীন্দ্র সংগীতের ওপর ড. আহমেদের যথেষ্ট অনুরাগ আছে। অল্প সময়ের মধ্যে তাঁর দুইটি সি ডি ২০০১ ও ২০০৩ সনে প্রকাশিত হয়েছে ।