সংস্কৃতি বিষয়ে চিন্তাচর্চায় এই বইটি একটি ব্যাতিক্রমী ও সময়োপযোগী সংযোজন। লেখক এর পূর্বে সংস্কৃতি বিষয়ক তিনটি গ্রন্থ সংস্কৃতির সত্যমিথ্যা, সভ্যতার দুর্গে সংস্কৃতির করাঘাত ও সংস্কৃতির স্বরূপ ও বাঙালি মনন সুধী পাঠক মহলে উপহার দিয়েছেন। এই বইটি একটু ভিন্ন—সংস্কৃতির নব্যরূপরেখা বস্তুনিষ্ঠভাবে প্রমাণ করে যে সমকালে ঢাকঢোল সহকারে প্রচারিত বুদ্ধিজীবী, আইডিয়োলজি, পোস্ট-মডার্নিজম, এন্ড অফ হিস্ট্রি, গ্র্যান্ড ন্যারেটিভস, এমন কি ক্ল্যাশেজ অফ সিভিলাইজেশান ও আরও অনেক তাত্ত্বিক বিষয়ের মূল উদ্দেশ্য পুঁজিবাদকে শ্রেষ্ঠ বিশ্বব্যবস্থা হিসেবে উপস্থাপন করা। এই বক্তব্যটি নতুন নয়, পুঁজিবাদের পক্ষে যে-সব শক্তি কাজ করে তাদের কথা সবসময়ে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, রাজনীতিতে উল্লেখিত হয়, কিন্তু একমাত্র সংস্কৃতি বিষয়টিই পরিষ্কার করে দেখিয়ে দিতে পারে ‘সংস্কৃতি’গত কারণেই এই গণবিরোধী তথা মানবতাবিরোধী শক্তিগুলির উত্থান হয়।
ফজলুল আলম
ফজলুল আলম পেশায় গ্রন্থাগার ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হলেও ‘সংস্কৃতি’ বিষয়টি ও সাহিত্যচর্চা তাঁর নেশা। সংস্কৃতি নিয়ে পর পর তিনটি ব্যাতিক্রমী গ্রন্থের ধারাবাহিকতায় এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয় সম্পূর্ণ ভিন্ন--সংস্কৃতির নতুন রূপরেখা কীভাবে সমকালীন বিশ্বে প্রতিক্রিয়াশীলদের কৌশলগত তত্ত্বের স্বরূপ উন্মোচিত করতে পারে। তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের বিশ্বখ্যাত সেন্টার ফর কনটেম্পোরারি কালচারাল স্টাডিজ থেকে ডক্টরেট করে 1996 সনে দেশে ফিরে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক পদে। তাঁর একটি উপন্যাস ক্রান্তিকালে প্রতারক 2006 সন থেকে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজে (সোয়াস) পড়ানো হচ্ছে। টেলিভিশনে তাঁরই পরিকল্পিত ‘কড়া আলাপে’ তাঁর মননশীল আলোচনা অনেকেই দেখে থাকবেন। প্রবন্ধ, অনুবাদ, গল্প-সংগ্রহ, উপন্যাস, বিশ্ববিদ্যালয়ে পাঠ্য মিলে তাঁর গ্রন্থ সংখ্যা বাইশ। সংস্কৃতির নব্যরূপরেখায় সমকাল ফজলুল আলমের সপ্তম প্রবন্ধগ্রন্থ ও সংস্কৃতি বিষয়ে চতুর্থ গ্রন্থ।