"সংগ্রামী জীবন" কাব্য গ্রন্থটি সম্পূর্ণ সামাজিক আঙ্গিকে, সুর ও ছন্দের ঝঙ্কারের সমাহারে, শিক্ষণীয় বিষয় নিয়ে অত্যন্ত নিপুণভাবে সাজানো হয়েছে। আশা করি গ্রন্থটি সকলের হৃদয়ে নাড়া দিবে, সরল সঠিক পথ নির্দেশনার ভূমিকা পালন করবে এবং ন্যায় নীতি ও সদাচারণের দিকে ধাবিত করতে সহায়তা করবে। প্রত্যেকেরই এমন একটি বই পড়ে অনুধাবন করা উচিৎ। বই হলো জ্ঞানের ভাণ্ডার। মানুষ বেইমানি করতে কিন্তু বই ও বইয়ের সঠিক অনুধাবনের জ্ঞান কখনো বেইমানি করতে পারে না। সকলের মাঝে এমন একটি সুন্দর কাব্য গ্রন্থ উপহার দিতে পেরে সত্যি আমি অত্যন্ত আনন্দিত, আপ্লুত ও অভিভূত। সকলের প্রতি রইলো আমার নিরন্তর ভালোবাসা প্রীতি শুভেচ্ছা ও শুভকামনা। সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি যেনো আমার লেখনীর মাধ্যমে ভবিষ্যতে দেশ ও দশের কল্যাণে আরও ভালো কিছু উপহার দিতে পারি। আমি সকলের কাছে দোয়া প্রার্থী।