“সংকর জাতের গাভী - বাছুর পালন ও চিকিৎসা” বইয়ের পটভূমি: কৃষিবিদ বণিক রাম কৃষ্ণের লেখা “সংকর জাতের গাভী-বাছুর পালন ও চিকিৎসা” পুস্তকখানি প্রকাশিত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত হয়েছে। আমাদের দেশে গাভী বাছুর পালনের প্রযুক্তি ও তথ্য সমৃদ্ধ পুস্তকের বিশেষ অভাব। “সংকর জাতের গাভী-বাছুর পালন ও চিকিৎসা” পুস্তকটি এ অভাব মিটাবে বলে আমার বিশ্বাস। এ পুস্তকটিতে গাভী-বাছুর পালনের জন্য আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল প্রয়োগের বিভিন্ন দিক সহজভাবে আলোচিত হয়েছে। তাই এ পুস্তকটি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কার্যক্রমে বিশেষ অবদান রাখতে পারবে বলে আমার বিশ্বাস। পারিবারিক ভাবে ও খামার পদ্ধতিতে গাভী-বাছুর পালনের জন্যও পুস্তকটি অত্যন্ত সহায়ক হবে। আমি পুস্তকটির বহুল প্রচার কামনা করছি। লেখকের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। ডাঃ বিমাবিহারী বোস উপ-পরিচালক (প্রশাসন) পশুসম্পদ অধিদপ্তর, ঢাকা