Translator:
ক্যান্টিনের দরজাটা যথেষ্ট উঁচু, তারপরও চৌকাঠ পেরোনোর সময় অভ্যাসবশত মাথা নিচু করল জ্যাক লোগান। কড়া মেক্সিকান রোদের ভিতর দিয়ে এসেছে, সেজন্য সেলুনের ভিতরটা ছায়া-ছায়া ঝাপসা লাগল ওর কাছে। দোরগোড়ায় দাঁড়িয়ে সতর্ক দৃষ্টিতে দেখে নিচ্ছে ভিতরের পরিবেশ। ওর বাঁ দিকে এসে দাঁড়িয়েছে রাস্টি মাইক। ম্লান আলোয় জ্বলজ্বল করছে ওর লাল ব্যাণ্ডানা। কামরার শেষ মাথায় রঙচটা বার। ধনুকের মত বাঁকা হয়ে আগলে রেখেছে একটা দরজা। রান্নাঘরে ঢোকা যায় সেটা দিয়ে। ক্যান্টিনের সামনের দিকে, জানালার পাশে, তিনজন লোক বসে আছে টেবিলে। দু'জন মেক্সিকান আর্মির প্রাইভেট, অপরজন সিভিলিয়ান।
ওয়েস্টার্ন
Overall Ratings (0)