অহেতুক মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে গেলে নারীর চেয়ে স্নেহশীলা কেউ নেই,
পৃথিবীটা এক ঘন্টার জন্য নারীহীন হলে,
গতিহীন হবে কঠিন থেকে বায়বীয় সকল নর।
ভবিষ্যৎ যে মণি- মাণিক্যে লুকিয়ে থাকে
নর তার পিছে ব্যয় করে অর্থ, কড়ি আর ধড়
তারা অবুঝ, তারা জানে না
শ্রেষ্ঠ রত্ন নারী বিধায়, শ্রেষ্ঠ ধরণীই তার ঘর।
তর্কের সাম্রাজ্য আসনে বসে যে নর
ক্ষমতায়নের হিসেব কষে গর্বে,
সে ক্ষমতা দশ মাস দশ দিন প্রশিক্ষণ নেয়
প্রতিটি নারীর গর্ভে।