ফ্ল্যাপে লেখা কিছু কথা সংবাদ, সংবাদ লেখা ও সংবাদ সম্পাদনা-সাংবাদিকতা পরিপূর্ণ হয় এই তিনের সমন্বয়ে।সময় ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকাতর প্রচলিত একাডেমিক সিলেবাসের অনেককিছুই হাতে-কলমে কাজের ক্ষেত্রে বদলে গেছে। তাত্বিক ও বদলে যাওয়া ব্যবহারিক সাংবাদিকতা-এ দুইয়ের বিরল সমন্বয় সংবাদ লেখা ও সম্পাদনা।সংবাদ প্রতিবেদন তৈরি ও সম্পাদনা ফিচার-কলাম-এডেটোরিয়াল লেখা, বাংলা ও ইংরেজি ভাষাতে সাংবাদিকতায় ভাষাগত দিক-নির্দেশনা-সবকিছু মিলিয়ে সাংবাদিকতা বিষয়ের শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী, সাংবাদিক-সবার কাজে লাগার মতো একটি বই।