বই পরিচিতি: স্বপ্নযাত্রা ১৯৭১ ১৯৭১ সাল। এক দহনকাল। নিকষ থমথমে রাত। অন্ধকারে পাকিস্তানি সেনাবাহিনীর উর্দি পরা একদল পিশাচ মৃত্যুর উল্লাসে ঝাঁপিয়ে পড়ে এই দেশের নিরীহ মানুষের উপর। সেই পৈশাচিক আক্রমণের বিরুদ্ধে বাঙলার দামাল সন্তানরা গড়ে তোলে প্রতিরোধ। শুরু হয় মুক্তিযুদ্ধ। মাটি ও মানুষের মুক্তির জন্য যুদ্ধ। যুদ্ধ হয় মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য। নিয়মিত বাহিনীর পাশাপাশি যুদ্ধে যোগ দেয় কয়েক লক্ষ সাধারণ মানুষ। তাদের কেউ লড়াই করেন অস্ত্র হাতে। কেউ নিজের জীবনের মায়া তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেন। তারা এক একজন মুক্তির সৈনিক। সেই দহনকালে তীব্র সংকট এসে সামনে দাঁড়ায়। পেশা আর দেশের প্রতি দায়বোধের লড়াই শুরু হয় নিজের ভেতর। ভীষণ সংকটে মানুষকে সিদ্ধান্ত নিতে হয়। তারা মুক্তির জন্য লড়াই করে। আর তাতেই ত্যাগ, তিতিক্ষা, অশ্রু, স্বেদ ও রক্তের বিনিময়ে পৃথিবীর বুকে দেখা দেয় একটি নতুন রাষ্ট্র- স্বাধীন বাংলাদেশ।
তীব্র সংকট, টানাপোড়েন, যুদ্ধ আর প্রেমের এক অসামান্য আখ্যান ‘স্বপ্নযাত্রা ১৯৭১’। যে উপন্যাসে উঠে এসেছে যুদ্ধের ভেতরের যুদ্ধ। ধরা পড়েছে যুদ্ধের বহুমাত্রিকতা আর সম্পর্কের টানাপোড়েন। বুকের ভেতর খাঁ খাঁ করা দুপুর আর আনন্দের নির্মল উচ্ছ্বাস। উঠে এসেছে এই দেশের লুঙ্গি পরা, কৃষক, মজুর, ছাত্র আর নানা পেশার মুক্তিযোদ্ধার কথা। নারী-পুরুষ, কিশোর-কিশোরীর কাঁধে কাঁধ মিলিয়ে জীবন বাজি রাখার ইতিহাস।