প্রকৃত আমাদের জন্য যে বিবিধ খনিজ সম্ভার উপহার তার সঙ্গে কিশোরপাঠকদের অনুপম পরিচয় ঘটিয়েছেন সৈয়দ নজমুল আবদাল। আধুনিক জীবনধারাই প্রাকৃতিক সম্পদকে যে কতোভাবে ব্যাবহার করা হয়, তার ইয়ত্তা নেই। খনিজ আহরন থেকে শুরুকরে এর প্রয়োজনীয় ও বিচিত্র রূপান্তরের নানা দিক ব্যাখ্যা করেছেন লেখক। কিশোরদের জন্য আকর্ষণীয় ভাষায় বক্তব্য মেলে ধরতে তিনি বিশেশ কুশলী। বাংলাদেশে তিনি অন্যতম জনপ্রিয় বিজ্ঞানলেখক। এ বিষয়ে তাঁর বেশ কিছু বই পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। বর্তমান বাংলাদেশে বিভিন্ন স্থান থেকে যখন নানা খনিজ সম্পদ আহরণ করে ব্যাবহার করা হচ্ছে এবং আরও সম্পদ প্রাপ্তির সম্ভবনা উজ্জ্বল হয়ে উঠেছে। এ সময় বাংলার কিশোর-কিশোরীদের ভালভাবে জানা একান্ত জরুরি। এ ব্যাপারে বইটি মূল্যবান ভুমিকা রাখে।