সমুদ্র থেকে সমতলে (হার্ডকভার)
নিশ্চয়তার জীবন থেকে অনিশ্চয়তার পানে ছুটে চলা এবং কঠোর পরিশ্রম ও একাগ্রতাই পারে জীবনকে সাফল্যের সর্বোচ্চ সোপানে পৌছাতে। এই প্রতিপাদ্য থেকে লেখা হয় সমুদ্র থেকে সমতলে নামক বইটি। একজন নৌ কর্মকর্তা দীর্ঘদিন সমুদ্রের জীবন অতিবাহিত করার পর হঠাৎ করেই মনে হয়েছিল তার জন্য উপযুক্ত হচ্ছে সমতলের জীবন, একটু স্বাধীন জীবন। ইট, পাথর ও কংক্রিটের শহরকে একটু কাছে থেকে দেখার, একটু অনুভব করার। সমুদ্রের জীবনকে ইতি টেনে এক বুক সমান স্বপ্ন নিয়ে সে এসেছিল ঢাকা শহরে। পকেটে অর্থ ছিলনা তেমন, বুয়েটে বন্ধুর হলে উঠেছিল। সেখান থেকে বিভিন্ন চড়াই-উতরাই পার করে নিজেকে প্রতিষ্ঠিত করা ছিল অনেকটা দুঃস্বপ্নের মতো। তবুও চেষ্টা আর একাগ্রতায় তিনি হয়ে উঠেছিলেন তরুণদের আইডল, একজন সোলায়মান সুখন। বই পড়তে যেয়ে কিছু কিছু শব্দ, কিছু লাইন মনের অজান্তেই যেন জীবনে দাগ কেটে যায়। বন্ধু কী, বন্ধু জীবনের জন্য কতটা অপরিহার্য তা হয়তো এই বই থেকে আপনারা সহজেই অনুধাবন করতে পারবেন।