কবিতাকে ঘিরেই স্বপ্নের জাল বোনা আমার। কবিতায় জেগে উঠি আমি প্রতিদিন। মানুষের অন্তর্গত উচ্চারণ অনুভব করি আমি কবিতার ভেতর। ‘সময়ের চিহ্নগুলো সময় মানে না’ আমার এমনই এক স্বপ্নের বুনন। অনন্ত ঐশ্বর্যের মতো এ কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা জীবনের অভিজ্ঞতা, গভীর উপলব্ধি আর মননবোধের বহিঃপ্রকাশ।
কবিতার অবয়বে চারপাশের জীবন, অন্তরের অসীম বেদনা ও আনন্দকে ভাষা দিয়েছি প্রতিকী অলঙ্করণে।
নন্দনতাত্ত্বিকতার পাশাপাশি সমান্তরাল ধারায় উঠে এসেছে জীবনবোধের কাব্য, অস্তিত্বের দোসর রূপে।
এ গ্রন্থের এগারোটি ঐতিহাসিক পত্রকাব্য যা আমার কল্পনার তুলি দিয়ে আমি এঁকেছি ইতিহাসকে ঠিক রেখেই। সেই সাথে দেশ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, প্রেম, প্রকৃতি, উৎসব, কিছু যুগল কবিতা আর নারী ও পুরুষ কণ্ঠের কিছু কবিতা মিলিয়ে এক অনন্য ধারায় বয়ে গেছে কবিতার স্রোতধারা।
আশাকরি পাঠকের ভালো লাগবে।
শিমুল পারভীন
শিমুল পারভীন একজন পেশাদার আইনজীবী, প্রশিক্ষক (বাচিক কলা), ও উপস্থাপক। তিনি লেখক, বাচিকশিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী এবং সমাজসেবী হিসেবে পরিচিত। ১৫ জুন সাতক্ষীরা জেলার সুলতানপুরে জন্মগ্রহণ করে, তিনি খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এমএসএস, নর্থ আমেরিকান ইউনিভার্সিটি থেকে এমবিএ, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম করেছেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা একক ও যৌথ মিলিয়ে ৪৬, এবং তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে *বাচিক শিল্পের প্রথম পাঠ*, *আবৃত্তির কলাকৌশল*, *বিষন্ন গোধূলি*, *অন্ধকারের উৎস হতে* এবং *ভালোবাসাহীন এই দিন*। তাঁর আবৃত্তি অ্যালবামগুলোর মধ্যে রয়েছে *অন্ধকারের উৎস হতে*, *আমিই সেই মেয়ে* এবং *আমার পরিচয়*। তিনি রবীন্দ্রনাথ সার্ধশত জন্মবার্ষিকী পদক, জসিম উদ্দিন পদক, সত্যজিৎ রায় পদক, এবং আন্তর্জাতিক মাতৃভাষা পদকসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন। এছাড়া তিনি লেফটেন্যান্ট গর্ভনর (২০২১-২২) রোটারি ডি. ৩২৮১ এবং পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অব দিলকুশার সদস্য। তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে *প্রতিধ্বনি, ঢাকা* পত্রিকা সম্পাদনা করেন।