কবি আলাওল ‘তোহফা’ কাব্যে এক স্থানে বলেছেন রাজসভায় কথা না বলাই উত্তম, আর যদি বলতেই হয়, তবে উপযুক্ত সময়ে উপযুক্ত কথাটি বলা উচিৎ। ‘সময়ের ভাবনা’ গ্রন্থে লেখক সময়ের কথা সময়মত বলতে চেষ্টা করেছেন। কাজটি কঠিন; সমকালের সত্য কথা বলায় বিপদ আছে। বক্তব্য পক্ষে গেলে ভাল, বিপক্ষে গেলে বিপদ। লেখক সে ঝুঁকি নিয়ে অনেক কঠিন সত্য কথা বলেছেন। গ্রন্থের বিষয় পাঁচ-মিশালী; জীবন থেকে তুলে আনা হয়েছে। ভাষার কোন মার-প্যাঁচ নেই; সরল-স্বচ্ছন্দ ভাষা পাঠকের মনকে সহজে ভিতরে টেনে নিতে পারে। আমাদের বিশ্বাস, বিষয় ও ভাষার গুণে ‘সময়ের ভাবনা’ একদিন ইতিহাসের ভাবনায় পরিণত হবে।