এলার্ম বাজলে উঠতে হবে এই শপথ করেই প্রতিরাতে ঘুমাতে যান এবং যথারীতি সকালে এলার্ম মিস করেন। তাই কাসাফাদ্দৌজা। নােমান-এর কাছে সকালে এলার্ম বাজতে থাকার মানে এই নয় যে, সঠিক সময়ে জাগতে হবে। তার কাছে এলার্মের মানে, দেরিটা যেন। আরাে বেশি দেরি না হয়ে যায়। সময় নিয়ে যার এমন লুকোচুরি, সময় তাকে নিয়ে কিছু দিন লুকোচুরি খেলে কিছু দিন তিনি সময়কে নিয়ে লুকোচুরি খেলেন। তাই হয়তাে তার বারের বইয়ের নাম সময় হলাে অসময়ে। এটি তার দ্বিতীয় উপন্যাস তৃতীয় বই। এর আগে ২০১৫ এবং ২০১৬ সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় যথাক্রমে অদ্ভুত তুমিহীনতায় ভুগছি (গল্প সংকলন) এবং জীবন বৃত্তান্তে নেই (প্রথম উপন্যাস)।
লেখালেখির শুরু ফাকিবাজি আর অপ্রয়ােজনীয়তা থেকে। পড়াশােনায় ফাকি দিয়ে যেই অপ্রয়ােজনীয় কাজটি করতেন সেটি অযথা লেখালেখি। আর এভাবেই জগতের যাবতীয় অযথা কাজের মাঝে নিজের মেধার পরিচয় দিয়ে জাতীয় দৈনিকের ক্রোড়পত্রে রম্য লেখার মাধ্যমে লেখালেখির শুরু। কর্মজীবনে তিনি সকালে যথাসম্ভব দেরি করে বাস ধরেন এবং এলার্ম-বিলম্বিত ঘুমটুকু পুষিয়ে অফিসে যান। আবার রাতে ফিরতি বাসে বাড়ি ফেরেন ঘুমিয়ে ঘুমিয়ে। মাঝের সময়টুকুতে পার করে দেন একটি বিজ্ঞাপনী সংস্থায় পণ্যের গুণগান করতে করতে।
কাসাফাদ্দৌজা নােমান এর জন্ম ১৯৮৭ সালের ২৬ ফেব্রুয়ারি, চট্টগ্রাম জেলার মিরসরাই থানার পশ্চিম খৈয়াছড়া গ্রামে। কৈশাের থেকে যৌবন, বন্দরনগরী থেকে রাজধানী।