সময় বিজ্ঞান ও অনুভবে (হার্ডকভার)
সময় বিজ্ঞান ও অনুভবে।। সময় প্রকৃতির সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। প্রতিনিয়ত আমরা ছুটে চলেছি সময়ের মধ্যে। সময় আমাদের প্রতি মুহূর্তকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আমরা কি জানি ‘সময়’ আসলে কী? কীভাবে আমাদের মস্তিষ্ক সময়ের হিসেব রাখে? কেনই অপেক্ষার সময় ধীরে যায়? কেনই বা সময় কখনও হাওয়ায় ছুটে চলে? আইনস্টাইন বলেন, সময় নাকি আপেক্ষিক। সময়ের আপেক্ষিকতা বিষয়টি আসলে কী? অতীত-বর্তমান-ভবিষ্যৎ-পার্থক্যটা কোথায়? সময় নাকি চতুর্থমাত্রা? হিসেবটা আসলে কী? মহাকাশে কী সময় ধীরে চলে? কখনও কী সময় পেছন দিকে যায়? সময়ের কী শুরু আছে? কখনও কী সময় থেমে যেতে পারে? কাল্পনিক সময়টা আসলে কী? টাইম-ট্রাভেল কী আসলেই সম্ভব? এমনই অসংখ্য প্রশ্ন আর তার উত্তর খুঁজতে সময় বিজ্ঞান ও অনুভবে বইটি পরুন, খুবই ভালো একটা বই পড়ে বুঝতে পারলাম।।।