নিউইয়র্ক সিটিটা অনেক সুন্দর। সন্ধ্যাবেলা আরো বেশি সুন্দর লাগে। চারদিকে নানা রঙের বাতি জ¦লে উঠেছে। দেখতে অসাধারণ লাগছে। জাতিসংঘের সচিবালয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। দাঁড়িয়ে একবার বিল্ডিংটাকে দেখার চেষ্টা করলাম। কিছু দেখার পর আর দেখা যায় না। বিল্ডিংটা যেন আকাশ ছুঁয়েছে। এটা দেখতে অনেকটা আয়তাকার চকোলেটের মতো। যেন একটা চকোলেট রাস্তার পাশে দাঁড়িয়ে। আর হেঁটে যাওয়া পথিকের নজর এই চকোলেটের দিকে। এইসব ভাবলে নিজেরই অন্যরকম লাগে। তবে কল্পনাশক্তি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই কল্পনাশক্তির গুরুত্ব বুঝে অনেক আগেই বিজ্ঞানী অ্যালবার্ড আইনস্টাইন বলে গেছেন : ‘কল্পনাশক্তি জ্ঞান থেকেও বেশি গুরুত্বপূর্ণ।’