সমসাময়িক কালের ইতিহাসের বিষয়গুলাের মধ্যে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরােপ ও আমেরিকার ইতিহাস বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সমসাময়িক ইউরােপ ও আমেরিকার ইতিহাস বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। এ গ্রন্থটিতে প্রধানত ১৯৪৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় অর্ধ শতাব্দীব্যাপী ইউরােপ ও আমেরিকার গুরুত্বপূর্ণ ঘটনাবলী সন্নিবেশিত করার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরােপ ও আমেরিকাসহ আন্তর্জাতিক ক্ষেত্রে একটি ব্যাপক পরিবর্তন দেখা যায়। আন্তর্জাতিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা, স্নায়ুযুদ্ধ, পূর্ব জার্মানিকে নিয়ে স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে জার্মান সমস্যার উদ্ভব এবং পরবর্তীতে দুই জার্মানির একত্রীকরণ, ইউরােপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আঞ্চলিক সংগঠন হিসেবে ন্যাটো ও ওয়ারস'ও সামরিক জোটের উদ্ভব, নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ, সােভিয়েত ইউনিয়নের ভাঙ্গন ও এর মধ্য দিয়ে প্রাক্তন সােভিয়েত প্রজাতন্ত্রগুলাের ক্রমাগতভাবে স্বাধীনতা লাভ ও বলকান সংঘাতের উদ্ভব; এ ছাড়া সােভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর রাশিয়ার আধিপত্য বিস্তারের ক্ষমতা কমে যাওয়ায় বিশ্বজুড়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হওয়া ছিল এ সময়কালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। সে সব বিষয়ে এ গ্রন্থে কিছুটা ধারণা দেয়া হয়েছে।
সানজিদা মুস্তাফিজ
সানজিদা মুস্তাফিজ ১৯৮৫ সালের ২ ফেব্রুয়ারি ভােলা জেলার সদর উপজেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে ভােলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে প্রথম বিভাগে মাধ্যমিক এবং ২০০২ সালে ভােলা সরকারি ফজিলাতুননেসা মহিলা কলেজ হতে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ হতে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম স্থানসহ স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল (অনুষদ)-এর ইতিহাস বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সােসাইটিতে সহকারী গবেষক পদে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ ইতিহাস সমিতি', ‘বাংলাদেশ ইতিহাস পরিষদ’, ‘বাংলাদেশ ইতিহাস সম্মিলনী’, ‘ইতিহাস একাডেমী ঢাকা’ ও ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অ্যালামনাই এসােসিয়েশন’-এর আজীবন সদস্য। তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থ হলাে: ‘ইতিহাস পরিচিত, ‘জনচেতনায় গণহত্যা ৭১'।
Title :
সমসাময়িক ইউরোপ ও আমেরিকার ইতিহাস (১৯৪৫ থেকে...)