জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর মেয়াদী বিিএসসি. পাস কোর্স (নন কর্ডাটা) এবং চার বছর মেয়াদী বি এসসি. অনার্স শ্রেণীর সমন্বিত কোর্সের ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষ থেকে উদ্ভিদ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, মনোবিজ্ঞান এবং কোর্ড ৬৩১১ অনুসারে লিখিত। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বি. এসসি.অনার্স শ্রেণীর সমন্বিত কোর্সের প্রাণিবিদ্যা বিষয়ের বেশ কিছু বিষয়বস্তু একত্রে সংযোজিত করে “সমন্বিত প্রাণিবিজ্ঞান ১ম খন্ড” শীর্ষক এ বইটি প্রকাশিত হয়েছে। “সমন্বিত প্রাণিবিজ্ঞান-১ম খন্ড” বইটি প্রাণিবিজ্ঞান পরিচিত, প্রোটোজোয়া ও নন-কর্ডাটা, শারীরবিজ্ঞান এবং প্রাণি আচরণবিদ্যা নামক চারটি অংশের অধীন একত্রিশটি অধ্যায় অন্তর্ভুক্ত করে লিখিত হয়েছে। বইটির প্রতি অধ্যায়ে যথাযথ প্রাঞ্জল ভাষায় বর্ণনা, প্রয়োজনীয় চিত্র, ছক এবং যথেষ্ট সংখ্যক প্রশ্নাবলি সংযোজিত হয়েছে।