ছাইয়ের ভেতর জন্ম নেয়া অগ্নিস্ফুলিঙ্গ ছিলেন মাওদুদ বিন তুনিতকিন।পরাজয়ের যুগে তিনিই রুখে দাঁড়িয়েছিলেন ক্রুসেডারদের বিরুদ্ধে। তাঁর মৃত্যুতে মুসলিম বিশ্বে দেখা দেয় নেতৃত্ব শূন্যতা। সে শূন্যতা পূরণ করতে এগিয়ে আসেন বালক বিন বাহরামসহ অন্যরা। এই ধারায় এক উল্লেখযোগ্য সংযোজন হয়ে মাঠে নামেন ইমাদুদ্দিন জেংগি। তাকে দমন করতে গঠন করা হয় ক্রুসেডার-বাইজান্টাইন জোট। ওদিকে তুঙ্গে উঠে সেলজুক-আব্বাসি দ্বন্দ্ব। বিচক্ষণ ইমাদুদ্দিন ঠাণ্ডা মাথায় সামাল দেন সবাইকে। একদিকে আদায় করেন সেলজুকদের স্বীকৃতি; অন্যদিকে বাইজান্টাইন সম্রাটকে বাধ্য করেন মুসলিম ভূমি ত্যাগ করতে। পাঁচ বছরের প্রস্তুতি শেষে ইমাদুদ্দিন উপস্থিত হন এডেসার সামনে।মুসলিমদের জন্যে ক্রুসেডের ইতিহাস কখনো গর্বের, অহংকারের কখনো বা কষ্টের বা ভীরুতার। ইমরান রাইহান রচিত পাইন বনের যোদ্ধা বইয়ের দ্বিতীয় খণ্ড এটা। লেখকের মতে, ইতিহাস পাঠের প্রাথমিক পাঠকদের জন্য এই সিরিজ। ইতিহাস-কে বিকৃত না করে সাহিত্যে রুপ দিলে পাঠকের কেমন লাগে, সেটা-ও ভাবনার।