এম. এ. মোতালেব চৌধুরীর সমীপেষু মূলত বিভিন্ন সময় প্রকাশিত চিঠিপত্রেরই এক সংকলন। চিঠিপত্রগুলো শেখ মুজিব, জিয়া, সাত্তার, এরশাদ, খালেদা জিয়া, সাইফুর রহমান, ড. ইউনুস ও ড. ফখরুদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তির প্রতি এবং দেশ-জাতি-জনগণসম্পর্কিত বিষয়ের ওপর। চিঠিপত্রগুলোতে পত্রলেখকের রাজনৈতিক অঙ্গনের প্রতি একরকম আশা, হতাশা, ক্ষোভ ও বিতৃষ্ণার প্রকাশ ঘটেছে। দেশ-জাতি-জনগণের কল্যাণচিন্তামগ্ন, স্পষ্টভাষী ও একজন সচেতন নাগরিক হিসেবে মোতালেব চৌধুরীর লেখাগুলোতে সেই কথাই বারবার বলতে চয়েছেন কোনো রকম রাখঢাক ছাড়াই। সংকলিত এই গ্রন্থের মধ্যে থেকে পাঠকরা বাংলাদেশের রাজনীতি ও রানৈতিক বিশিষ্টজন সম্পর্কে অজানা কিছু কথাও জানতে পারবেন বলে আশা করা যায়।