‘সমাজকে ভেঙেছি গড়তে পারিনি’ কবি ও গবেষক স্বপন মিয়ার অনুপম প্রবন্ধ গ্রন্থ। তাঁর প্রবন্ধের পরতে পরতে মানুষের প্রতি দায়বদ্ধতা ও সার্বিক মুক্তির স্পৃহা ধ্বনিত হয়েছে। সমাজ কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে আজ ক্ষত। নতুন বিশ্ব-ব্যবস্থা, তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহে পৃথিবী আজ টালমাটাল। মানবিক বিপর্যয়, কুসংস্কার, ধর্মান্ধতা, ধর্মীয় গোঁড়ামি, সাম্প্রদায়িক বিষবাষ্প আমাদের সামাজিক সংহতি ও সম্প্রীতি, সামূহিক মূল্যবোধ সমূলে বিনষ্ট করেছে। এই সমাজে সমস্ত ক্ষত তৈরি করেছি আমরাই। কিন্তু ধ্বংসের বুকে প্রত্যয়দীপ্ত ইতিবাচক মানবসমাজ আমরা গড়ে তুলতে পারিনি এখনো! স্বপ্নচারী মানবমুক্তিকামী কবি স্বপন এ গ্রন্থে এসব বিবিধ ভাবনার সন্নিবেশ ঘটিয়েছেন তাঁর লেখায়। আক্ষেপ, অনুশোচনা থেকে উত্তরণ ঘটিয়ে মানবিক সমাজ বিনির্মাণের আকুতিই প্রবল তাঁর প্রবন্ধ ভাবনায়।