সলাত দ্বীন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদাত। অথচ আজকাল অনেকেই সলাত সম্পর্কে সচেতন নয়। যার কারনে অনেকে সলাতে উদাসীন থাকে ও বিনষ্ট করে। আবার অনেকে অলসতা ও অবহেলা করে তা সম্পূর্ণরূপে পরিত্যাগ করে! আমাদের সমাজে একটা কথা প্রায়ই শুনা যায় আর তা হল,‘নামায না পড়লে কি হবে! আমার ঈমান ঠিক আছে!’ আসলে সলাত বা নামায সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে উপরোক্ত মন্তব্য মানুষেরা করছে। আসলেই কি সলাত আদায় না করলে ঈমান ঠিক থাকে? সলাত ত্যাগ করলে কি আমরা মুসলিম থাকব? নাকি কাফের হয়ে যাব? আমরা কি কখনো এই প্রশ্নগুলোর সঠিক উত্তর খোঁজার চেষ্টা করেছি? সৌদি আরবের প্রখ্যাত আলেম, শাইখ মুহাম্মদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ) এই বিষয় নিয়ে কুরআন ও সহীহ সুন্নাহের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই লিখেছেন ছোট্ট এই বইটি দুটি পরিচ্ছেদে সাজানো হয়েছে। প্রথম পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে ‘সলাত ত্যাগকারী সম্পর্কে বিধান’ আর দ্বিতীয় পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে ‘ সলাত ত্যাগ করার কারণে বা অন্য কোন কারণে মুরতাদ ( ইসলাম বিমুখ) হলে তার বিধানাবলী’। বইটি নিজে পড়ুন এবং অপরকে পড়ার দাওয়াত দিন। আল্লাহ আমাদেরকে সলাত সম্পর্কে সচেতন হওয়ার তাওফিক দান করুক। আমীন।