দক্ষিণ সমতট অঞ্চলের দুই শ বছরেরও আগেকার এক কিংবদন্তির আখ্যানকে উপজীব্য করে রচিত হয়েছে উপন্যাস সখী রঙ্গমালা। নায়ক জমিদারনন্দন রাজচন্দ্র চৌধুরী। তার নারীপ্রীতির সুযোগ নিয়ে পিতৃব্য রাজেন্দ্র নারায়ণ নানা কৌশলে তাকে ঠকাচ্ছেন। এ অবস্থায় নীচু জাতের নরকন্যা সুন্দরী রঙ্গমালার প্রেমে পড়ে রাজচন্দ্র। উপন্যাসে ধূর্ত রাজেন্দ্র নারায়ণ, দাপুটে মা সুমিত্রা, পাখি-পোষা বউ ফুলেশ্বরী ও মোহময়ী রঙ্গমালাকে ঘিরে জমে উঠেছে প্রেম ও ক্ষমতার অভূতপূর্ব নাটক। এর মধ্যে ফুটে উঠেছে কতগুলো মানুষের কম্পমান মুখচ্ছবি, জঙ্গ-ফ্যাসাদে তছনছ এক জনপদ। দূর অতীতের রূপ-গন্ধ-বর্ণচ্ছটায় উদ্ভাসিত সখী রঙ্গমালায় ধরা পড়েছে যেন এ সময়েরই ছবি।
শাহীন আখতার
শাহীন আখতার কুমিল্লার চান্দিনা থানার হারং গ্রামে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করেন। তার লেখা "তালাশ" উপন্যাসের জন্য তিনি ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার 'এশিয়ান লিটারেরি অ্যাওয়ার্ড' পান এবং ১৪১০ সালে 'প্রথম আলো বর্ষসেরা বই' পুরস্কারে ভূষিত হন। "ময়ূর সিংহাসন" উপন্যাসের জন্য তিনি আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার ও আইএফআইসি ব্যাংক পুরস্কার লাভ করেন। এছাড়াও, "অসুখী দিন" উপন্যাসের জন্য ২০১৮ সালে তিনি জেমকন সাহিত্য পুরস্কার পান। তার সর্বশেষ উপন্যাস "এক শ এক রাতের গল্প" হোলি আর্টিজানের আত্মঘাতী হামলাকে কেন্দ্র করে রচিত হয়েছে।