বইটি কাদের জন্য লেখাঃ ১) যারা প্রোগ্রামিং এ নতুন ২) স্কুল, কলেজ অথবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে সি প্রোগ্রামিং শিখতে চায় ৩) স্কুল-কলেজ পর্যায়ে ইনফরমেটিক্স অলেম্পিয়াডের জন্য প্রস্তুতি নিতে চায় -তাদের জন্য।
ভূমিকাঃ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যখন আরো উৎসাহী হবে এবং ছোটোবেলা থেকেই প্রোগ্রামিং এ অনেক পারদর্শী হবে তখন এরাই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবে এই প্রত্যাশায় আমার এই বইটি লেখার কাজ শুরু করি। বইটি স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সহজ এবং সাবলীল ভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। বইটিতে স্কুল-কলেজের পাঠ্যের কিছু গণিত, পদার্থ বিজ্ঞানের বিষয় গুলো প্রোগ্রামিং এর সাহায্যে দেখানো হয়েছে। বইটি ছোট আকারে রাখার চেষ্টা করেছি যাতে বইটি পড়ে একঘেয়েমি না আসে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় ভালো করার জন্য এবং পাঠ্যসূচির প্রোগ্রামিং বিষয়টি সহজে আয়ত্ত করার জন্য প্রতিটি অধ্যায়ে যুক্ত করা হয়েছে অসংখ্য উদাহরণ এবং তার ব্যাখ্যা। আশাকরি বইটি স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সি প্রোগ্রামিং এর মৌলিক ধারণা দিতে পারবে।
সূচীপত্র: শূন্য অধ্যায়ঃ কম্পিউটার প্রোগ্রামিং(পরিগণন) ও এর গুরত্ব প্রথম অধ্যায়ঃ ক¤পাইলার ইন্সটল করা (compiler install) দ্বিতীয় অধ্যায়ঃ সি প্রোগ্রাম (C Program) তৃতীয় অধ্যায়ঃ ইনপুট ও আউটপুট (Input and output) চতুর্থ অধ্যায়ঃ ডাটা টাইপ (Data Types) পঞ্চম অধ্যায়ঃ চলক এবং ধ্রুবক (Variable and Constant) ষষ্ঠ অধ্যায়ঃ অপারেটর (Operator) সপ্তম অধ্যায়ঃ কন্ট্রোল স্টেটমেন্ট (Control Statement) অষ্টম অধ্যায়ঃ ফাংশন (Function) নবম অধ্যায়ঃ অ্যারে এবং পয়েন্টার (Array and Pointer) দশম অধ্যায়ঃ স্ট্রিং (String) একাদশ অধ্যায়ঃ ফাইল - ইনপুট/আউটপুট (File - I/O) দ্বাদশ অধ্যায়ঃ স্ট্রাকচার (Structure)
লেখক পরিচিতিঃ আরিফুজ্জামান ফয়সাল রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজ থেকে এসএসসি এবং সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ইলেকট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছেন।
প্রোগ্রামিং-এ ভালো করবে বাংলাদেশ, সেই লক্ষ্যে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিং জ্ঞান ছড়িয়ে দিতে শুরু করেন ইচ্ছে কোড প্রোগ্রামিং ক্যাম্প (www.camp.icchecode.com)। বর্তমানে পড়াশোনার পাশাপাশি ইচ্ছে কোড (www.icchecode.com) এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব রত আছেন।