নামায―ইসলামী শরীয়তে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরয ইবাদত। এটি ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয়। প্রত্যেক মুসলিমের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আদায় করা বাধ্যতামূলক। হাশরের মাঠে সর্বপ্রথম নামযেরই হিসাব নেওয়া হবে। কিন্তু দ্বীনের এই গুরুত্বপূর্ণ বিধানের ব্যাপারে আধুনিক মুসলিমদের মধ্যে চরম উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। তদুপরি অনেকে নামাযের সঠিক নিয়ম-কানুন সম্পর্কেও বেখেয়াল। অথচ এ বিষয়ে অজ্ঞ থাকার কোনো সুযোগ নেই। উল্লেখ্য, নামাযের মতো অতীব জরুরী আমলের প্রতি অনীহাই বর্তমান সমাজের নৈতিক অবক্ষয়ের মূল কারণ। এ-কারণে নামাযের শিক্ষাকে ব্যাপক করতে সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় কুরআন-হাদীসের আলোকে এ গ্রন্থটি সংকলন করা হয়েছে। এতে কেবল নামায সম্পর্কিত বিষয়াদিই আলোচনা করা হয়েছে এবং তা সূত্রসহ উল্লেখ করা হয়েছে। আশা করি, যারা সহজে নামায শিখতে আগ্রহী, তাদের জন্য এ গ্রন্থটি খুবই উপকারী হবে, ইনশাআল্লাহ।