কিতাবটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহঃ
১. কিতাবটির শুরুতেই ইলমুস সরফের মৌলিক বিষয়সমূহ আলোচনা করা হয়েছে।
২. কিতাবটি এতটাই সহজ-সরলভাবে উপস্থাপন করা হয়েছে যে, ছাত্ররা খুব সহজেই মূল বিষয় বুঝতে পারবে। এক্ষেত্রে বাড়তি কোন টীকার প্রয়োজন হবে না।
৩. প্রতিটি বাহাসের শুরুতে পরিচিতি দেয়া হয়েছে এবং গঠনপ্রণালী পয়েন্ট আকারে পেশ করা হয়েছে।
৪. অত্যধিক ব্যবহৃত তিনটি مِيْزَانٌ এর মাধ্যমে প্রতিটি বাহাসের সিলসিলা পেশ করা হয়েছে।
৫. مِيْزَانٌ তিনটি আয়ত্বে নিয়ে আসার জন্য ভিন্নভিন্ন তামরীন দেয়া হয়েছে।
৬. বাবসমূহের আলোচনা করার পূর্বে তৎসংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরিভাষা পেশ করা হয়েছে।
৭. আলোচনার শুরুতে বাবসমূহ উল্লেখ পূর্বক সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
৮. অত্যধিক ব্যবহৃত বাবগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের صَرْفٌ صَغِيْرٌ ও صَرْفٌ كَبِيْرٌ উভয় প্রকার সিলসিলা দেয়া হয়েছে। পাশাপাশি বহুল ব্যবহৃত মাসদার উল্লেখ করা হয়েছে।
৯. কিতাবটিতে প্রায় ২০০ মাসদার উল্লেখ করা হয়েছে। যার ফলে মাসদার মুখস্থ করার জন্য অন্য কোন কিতাবের দ্বারাস্থ হতে হবে না।
১০. مُلْحَقٌ এর বাবগুলোকে স্বতন্ত্র অধ্যায়ে আলোকপাত করা হয়েছে এবং উদাহরণের মাধ্যমে مُلْحَقٌ এর মূল প্রকৃতি খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।