

সহীহ নে’য়ামুল কোরআন ও নাজাত প্রাপ্ত দলের পরিচয়
আল্লাহতায়ালা যা করতে আদেশ করেছেন সেটাই তো আমাদের পালন করতে হবে , যা তিনি নিষেধ করেছেন সেটা বাদ দিয়ে চলার নামই তো আনুগত্য । আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এমন সব কাজ করে বসি যা আল্লাহতায়ালা করতে বলেননি , আমরা বেশি সোয়াবের আশায় সে সমস্ত কাজ করি যা আমাদের নবীও করতে বলেননি। জাল হাদিসের ছড়াছড়ির কারণে আজ আমরা যা পাই সেটাই বিরাট নেকি পাবো বলে আশা করে আমল করতে থাকি । অথচ আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কি করলে আমরা পাবো আল্লাহর সন্তুষ্টি , অসংখ্য সহীহ হাদিস আছে যা আমল করলে আমরা যেমন সহীহ হাদিস মেনে চলতে পারবো তেমনি ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো। সহীহ হাদিস এর সমন্বয়েই এই বইটি রচিত হয়েছে। সহীহ রেফারেন্স দিয়ে বইটিকে বিন্যাস্ত করা হয়েছে। খুব কাজের এবং সংগ্রহে রাখার মতো একটা বই হলো দারুস সালামের এই বইটি। সনদবিহীন বই না রেখে এই বইটা প্রত্যেক মুসলিমের ঘরে থাকা উচিত।
SIMILAR BOOKS
