তুমি কি সফল হতে চাও? তােমার । কি শীর্ষ স্পর্শ করতে ইচ্ছা হয়? | তােমার কি পড়াশােনায় মন বসে ।? তােমার কি ঘুরতে-ফিরতে, বই পড়তে, কবিতা লিখতে ভালাে । লাগে? তুমি শুধু খেলাধুলাই পছন্দ। করাে? তােমার কি গণিত ভালাে। লাগে কিন্তু সাহিত্য পছন্দ নয়? তুমি । কি বড় বিজ্ঞানী হতে চাও? নাকি । তােমার ভালাে লাগে শুধু আলসেমি করতে! তুমি বলাে, আমার কিস্যু। ভাল্লাগে না! এই বই সফলতার সহজ সূত্র। শিখিয়ে দেবে। পৃথিবীর সফল মানুষদের জীবনকাহিনি থেকে। আনিসুল হক বের করার চেষ্টা করেছেন সাফল্যের গােপন চাবিকাঠি।
আনিসুল হক
আনিসুল হক ৪ মার্চ ১৯৬৫ সালে রংপুরের নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ ছিল, এবং তিনি বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দিলেও ১৫ দিনের মধ্যে সাংবাদিকতায় ফিরে আসেন। বর্তমানে তিনি একটি প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, সিটি আনন্দ-আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরী পদক, সুকান্ত পদক, এবং ইউরো সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।