কালের আবর্তনের বিভিন্ন পর্য্যায়ে সংস্কারের অন্ধ অতলে পড়ে যাওয়া মানব চিত্তের বিশৃংখল বিন্যাস ও অজ্ঞানতার মাঝেই লোকোত্তর পুঁরুষগণ সমতা ও শান্তি ফিরিয়ে আনার জন্যে কাঁদাতে নেমে আসেন এবং জগৎবাসীকে এই অনাগরিক মুক্ত পুরুষের কাছে সমর্পণ করতে হয়।
শক্তিহীন দুর্বল অবস্থার দ্বারা ‘শক্তিময়’ একটি অবস্থাকে মূল্যয়ন করা যেমন অর্থহীন নির্বোধ প্রচেষ্টা তেমনি আমাদের এ প্রয়াসও ‘পরম সত্যকে’ কোন ক্রমেই পুরোপুরি স্পর্শ করতে পারে না। তবুও অখ- একক, পরম ও চরমকে এমনভাবে খ-িত ও অবমূল্যায়নের সীমার মধ্যে আটকে ফেলার ব্যবস্থা করা হয়, যা আমাদেরই ‘শক্তি-হীনতা’ বৃদ্ধি করে প্রতিদিন, প্রতিমুহূর্ত। আর সে রকমের একটি প্রচেষ্টা চলছে মহাগুঁরু লাঁলনকে ঘিরে।