বই পরিচিতি
বইটি কবি জীবনের সংগ্রামী চেতনার এক অনাবদ্য উদাহরণ। মানুষের জীবন যখন অত্যাচারী, লোভী আর সাম্প্রদায়িক নিপীড়নের যাতনায় কলুষিত, তখন সে ধীরে ধীরে সংগ্রামী হয়ে ওঠে। সমস্ত অনাচারের বিরুদ্ধে লড়াই করার শক্তি সঞ্চয় করে অন্তরে। ক্ষমতালোভী হায়নার দল যখন সরল সুন্দর মানুষের জীবন হিংসা আর বিদ্বেষ এর আশ্রয়ে ধ্বংস করতে চায় তখন নিষ্পাপ প্রানের মাঝেও এক দানবের আবির্ভাব ঘটে। মায়া মমতা ভুলে সে যুদ্ধ ঘোষণা করে সকল অন্যায়ের বিরুদ্ধে।
রুদ্ধ কারাগারের মত বন্দি জীবনের অন্ধকার দেয়াল ভেঙে চুরমার করে দিতে চায়। শিকলে বাঁধা স্বপ্নগুলোকে মুক্তি দিতে চায়। ভবিষ্যৎ প্রজন্মের সুদিন কামনায় গজিয়ে ওঠা সকল বিষবৃক্ষকে উপড়ে ফেলতে চায়। লালসার সিংহাসনে উপবিষ্ট সেই শাসককে কঠোর হস্তে দমন করতে চায় আর পৃথিবীকে ফিরিয়ে দিতে চায় তার সত্য সৌন্দর্য আর স্বাভাবিকতা।