বর্তমান দুনিয়ায় অনলাইন মার্কেটিংয়ের গুরুত্ব অপরিসীম। পুরনো মার্কেটিংয়ের স্থান দ্রুতই দখল করে নিচ্ছে অনলাইনভিত্তিক মার্কেটিং। বিশেষ করে মহামারীর সময়ে মানুষ যখন ঘরবন্দি, তখন অনলাইন মার্কেটিংয়ের গুরুত্ব যেন এক লাফে তুঙ্গে পৌঁছেছে। ছোট ছোট বিভিন্ন স্টার্টআপ কিংবা ব্যবসা গড়ে উঠেছে এই অনলাইনকেই ভিত্তি করে। দিন যত যাচ্ছে ততই যেন এর গুরুত্ব বাড়ছে। তৈরি হয়েছে নতুন কর্মক্ষেত্র। চাকরি কিংবা ব্যবসা সকল ক্ষেত্রেই এর গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। অনলাইন মার্কেটিংয়ে প্রতিদিন ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। আবার সোশ্যাল মিডিয়ার কল্যাণে কম খরচে, কখনো কখনো বিনামূল্যে পৌঁছে যাচ্ছে গ্রাহকের কাছে। আবার ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ না-থাকার কারণে প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছে অনেক বাঘা বাঘা প্রতিষ্ঠান, আর সেখানেই স্থান করে নিচ্ছে নতুনেরা।
ডিজিটাল মার্কেটিং আসলে একটি বৃহৎ কনসেপ্ট। সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে শুরু করে, ই-মেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, গুগল অ্যাডভার্টাইজিং সবই ডিজিটাল মার্কেটিং। এই বইয়ে আমরা শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আলোচনা করেছি। বইটিতে মূলত ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও লিঙ্কডইন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রধান চারটি সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করা হলেও সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামকে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। ফ্রি এবং পেইড মার্কেটিং স্ট্র্যাটেজি, টুলস, কনটেন্ট প্ল্যানিং, ম্যানেজমেন্ট, ট্রিক্স এবং বিভিন্ন টিপস অন্তর্ভুক্ত করা হয়েছে এই বইটিতে। অ্যাডভান্স টুলস এবং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা হলেও একজন বিগেইনারের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে বইয়ের বিষয়বস্তু।
এই বই পড়ে অনেক বড় মাপের ডিজিটাল মার্কেটার হওয়া যাবে কিংবা কোটি কোটি টাকা আয় করা যাবে এমন মনোভাব যারা পোষণ করেন তাদের জন্য এই বই নয়। যারা প্রকৃত অর্থেই শিখতে চান এবং কাজ শুরু করতে চান, তাদের জন্যই এই বইটি।