জহিরুল ইসলাম। জন্ম ৩০শে মে ১৯৬৯; পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামে। বাবা মৃত আনছার উদ্দিন আহমেদ, মা পিয়ারা বেগম। পেশা সাংবাদিকতা। দৈনিক জনকণ্ঠ, আমার দেশ, সকালের খবর ও বাংলাদেশের খবরের সম্পাদনা বিভাগে কাজ করেছেন দুই যুগেরও বেশি। বর্তমানে দৈনিক আলোকিত বাংলাদেশের সম্পাদনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। জহিরুল ইসলাম মূলত শিশুসাহিত্যিক। তিনি বিশ্বাস করেন, শিশুমনে ভালো কিছু গেঁথে দিতে পারলে তার রেশ থেকে যায় আজীবন। ছোটোগল্প, শিশু-কিশোর উপযোগী গল্প, উপন্যাস, জীবনী রচনা ও অনুবাদসহ ছোটোদের পাঠোপযোগী সব ধরনের প্রকাশনার এক আলাদা ভুবন গড়ে তোলার উদ্দেশ্য রয়েছে তার। এ লক্ষে বিভিন্নমুখী তার লেখালেখির জগৎ। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে : বাংলা ভাষা ও বানানের সহজপাঠ, বাংলাদেশের লোকপ্রিয় খেলাধুলা, কিশোর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কুয়াশা ঢাকা দিন, ছোটোদের গল্পের বই এক যে ছিল হরিণছানা, পরির নাম নিকিতা, যাদুর তীর, জীবনীগ্রন্থ স্টিফেন হকিং ইত্যাদি।
আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান
Title :
সামাজিক ইতিহাস ও বিশ্বসভ্যতা - অনার্স ১ম বর্ষ