গবাদি প্রাণির সুস্বাস্থ্য বজায় রাখতে এবং উৎপাদন বৃদ্ধিতে সবুজ ঘাসের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের খামারিরা স্বল্প এবং বৃহৎ পরিসরে সবুজ ঘাসের চাষ করলেও ঘাস চাষের সঠিক জ্ঞানের অভাবে ঘাসের গুণগত মান বজায় থাকে না যা গবাদি প্রাণির উৎপাদন বৃদ্ধিতে অন্তরায় হিসেবে কাজ করে। গ্রন্থটিতে খামারিদের এসব ভুল ধারণা ভাঙিয়ে ঘাস চাষের সঠিক পদ্ধতি বর্ণনা করা হয়েছে।
এখানে গবাদি প্রাণির জন্য সবুজ ঘাসের উপকারিতা, সবুজ ঘাসের প্রকারভেদ, ঘাস চাষের বিজ্ঞানসম্মত পদ্ধতি, ঘাস চাষের সমস্যাবলি, সমস্যা সমাধানের উপায়, সবুজ ঘাস সংরক্ষণ পদ্ধতি এবং গবাদি প্রাণিকে খাওয়ানোর নিয়মাবলি সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে খামারিরা গবাদি প্রাণির জন্য প্রয়োজনীয় সবুজ ঘাস উৎপাদনের পাশাপাশি তা সংরক্ষণ এবং খাওয়ানোর নিয়ম সম্পর্কেও একটি পরিপূর্ণ ধারণা পাবে যা গবাদি প্রাণির উৎপাদন বৃদ্ধি এবং সর্বোপরি দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে সহায়তা করবে।
প্রফেসর ড. মোহাম্মদ আল- মামুন
Title :
সবুজ ঘাস ও গো- খাদ্য ব্যবস্থাপনা (হার্ডকভার)