আনন্দ-বেদনার ঊর্ধ্বে যে জগৎ-সত্য-মিথ্যারও চেয়ে চরম বাস্তব, স্বপ্ন ও সম্ভাবনায় ভরা; এমন একটি পৃথিবীর পক্ষে-যা-ও সৌরমণ্ডলীর তাপে-অনুভবে বিকাশমান, সেইসব রাত্রি ও দিনের কাছে আমাদের ভালোলাগা ও ভালোবাসা বেড়ে উঠুক-অনিন্দ্যচেতনায় পরম মমতায়, যেখানে স্বপ্ন-মৃত্যু-ভালোবাসা একাকার হয়ে গেছে কোনো অদ্বিতীয় অলীক অথবা রূপকথার রাজ্যে নয়; এমন কিছু মানুষের খোঁজে বেরিয়ে পড়া, ব্রিজ পারাপারে ভেঙে পড়ার শব্দ-নতুনের আবাহন, আবারও ভিত্তিমূলে কড়া নেড়ে যায় এক ভয়ঙ্কর সত্য-যা-দ্বারা অবশ্যম্ভাবীভাবে আমাদের পরম বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়-এই নিয়ে সবকিছু ভেঙে পড়ে।