কর্মচঞ্চল বিশ্ব। নিত্যই নতুন। নিরন্তর তার গতি। আমাদেরও তাল মিলিয়ে চলতে হবে তার সাথে। জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য এবং আধুনিকতার অগ্রসর পৃথিবীতে নিজেকে যোগ্যতম হিসেবে প্রতিষ্ঠিত করার প্রাণান্তর প্রচেষ্টা সবার মধ্যে। কিন্তু কীভাবে? দক্ষতা, যোগ্যতা, আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সাজাতে হবে নিজেকে। এজন্য সর্বপ্রথম এবং সর্বপ্রধান Requirement হলো ইংরেজিতে পারদর্শিতা অর্জন করা। তাই ইংরেজি শেখার প্রতি মানুষের প্রবল আগ্রহ দিন দিন বেড়েই চলেছে উৎসাহব্যঞ্জক হারে। কিন্তু অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও সফল হতে দেখা গিয়েছে হাতে গোনা গুটি কয়েক মানুষকে। এই বইটি ইংরেজি শেখার গুরুত্বপূর্ণ একটা অধ্যায় Fill In The Blank যা প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। একজন শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা কীভাবে ইংরেজিতে 'fill in the blank' পূরণ করতে পারবেন তার সহজ সহজ টিপস বইটিতে দেওয়া আছে। বইটি পড়ে পাঠকেরা যে কোন Competitive Exam -এ আসা 'fill in the gap' পূরণ করতে পারবেন।
মোঃ মনিরুল ইসলাম রয়েল
তরুণ প্রজন্মের পাঠকপ্রিয় লেখক মোঃ মনিরুল ইসলাম (রয়েল) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে লেখক ইবাইস বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে স্নাতক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে এল,এল বি (অনার্স) সম্পন্ন করেন। লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। ইংরেজি ব্যাকরণ ও ভাষা শিক্ষা নিয়ে তিনি বেশ কয়েকটি বই লিখেছেন যা ইতোমধ্যে পাঠক মনে বেশ জায়গা করে নিয়েছে। তাঁর লেখা “বেসিক English, Tense দিয়ে ইংলিশের পোস্টমর্টেম, Royal এন্টিবায়েটিক, R@yal’s Digital Grammar, Royal’s Magic Method, An Exclusive English Grammar, সবার জন্য Fill In The Blank “ বইগুলি দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে বেশ জনপ্রিয়তা ও পাঠকপ্রিয়তা পেয়েছে। ইংরেজির পাশাপাশি লিখেছেন কাব্যগ্রন্থ “প্রেমাঞ্জলি ও বেদনার ফুল”।