জয় গােস্বামীর জন্ম ১০ নভেম্বর ১৯৫৪, কলকাতায় ৫ বছর বয়স থেকে সপরিবারে রানাঘাটে। বর্তমানে পুনরায় কলকাতাবাসী। শিক্ষা: একাদশ শ্রেণি পর্যন্ত, রানাঘাটেই। প্রথম। কবিতা ছাপা হয় উনিশ বছর বয়সে একই সঙ্গে তিনটি ছােট পত্রিকা, সীমান্ত সাহিত্য, পদক্ষেপ ও হােমশিখা। পরবর্তী ১৫/১৬ বছর বহু লিটল। ম্যাগাজিনে অজস্র লেখা ছাপা হয়েছে। দেশ পত্রিকায় লেখা ১৯৭৬ থেকে ডাকযােগে প্রথমে অনিয়মিত পরে নিয়মিতভাবে। দেশ। পত্রিকাতে চাকরিও করেছেন ১৬ বছর। এখন ‘সংবাদ প্রতিদিন’-এ কর্মরত। প্রধানত কবি। কয়েকটি উপন্যাস বেরিয়েছে,। অন্যান্য নানা গদ্য লেখাও।। আনন্দ পুরস্কার পেয়েছেন দু’বার। ১৯৯০-এ ঘুমিয়েছাে, ঝাউপাতা?’ কাব্যগ্রন্থের জন্য এবং ১৯৯৮-এ “যারা বৃষ্টিতে ভিজেছিল’ কাব্যোপন্যাসের জন্য। ১৯৯৭-এ পেয়েছেন। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার, ‘বজ্রবিদ্যুৎ-ভর্তি খাতা’ কাব্যগ্রন্থের জন্য। বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার (১৯৯৭)। ‘পাতার পােশাক এবং সাহিত্য অকাদেমি পুরস্কার (২০০০) ‘পাগলী, তােমার সঙ্গে কাব্যগ্রন্থের জন্য।। আমেরিকার আইওয়া আন্তর্জাতিক লেখক শিবিরে আমন্ত্রিত হয়েছেন ২০০১ সালে। ২০০৯ সালে গিয়েছেন অস্ট্রেলিয়ার মেলবাের্ন। ও সিডনিতে বাংলা সাহিত্য সংসদ ও বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার ডাকে ২০১০ সালের মে মাসে বেইজিং ও সাংহাইতে আয়ােজিত । ‘অলমােস্ট আইল্যান্ড ডায়লগ’-এ যােগ দিয়ে চিন দেশের কবি-লেখকদের সঙ্গে কাব্যপাঠ ও। আলােচনায় অংশ নিয়েছেন।