Product Summery পুত্র ভবিষ্যতে পড়বে, এই আশায় লেখক আসমার ওসমান পুত্রের উদ্দেশে একগুচ্ছ চিঠি লিখেছেন। ব্যক্তিগত পত্র, কিন্তু শক্তিশালী লেখনির গুণে সেই চিঠিগুলো হয়ে উঠেছে অনন্য। তার চিঠির বিষয়বস্তু হিসেবে ইতিহাস, শিল্পবোধ, বিজ্ঞান, সাম্প্রতিক বিষয়াবলী, শুভবোধ- যেভাবে বিবৃত হয়েছে তাতে এই পত্রগুচ্ছ হয়ে উঠেছে সার্বজনীন। হয়ে উঠেছে সব পুত্রের কাছে সব পিতার অকপট স্বীকারোক্তি-খোলা চিঠি। সেই চিঠিগুলোই ধরা রইল এই এক মলাটে।
আসমার ওসমান
আসমার ওসমান জন্ম ঢাকায়, ১৯৮১ সালের ৭ সেপ্টেম্বর। নেশায় লেখক, পেশায় সমাজ-অর্থনীতি বিষয়ক গবেষণা-পরামর্শক। উপন্যাস: আমাদের এই বিষন্ন নগরী (বিদ্যাপ্রকাশ/২০১১) অলীক অ্যাখান (বিদ্যাপ্রকাশ/২০১০) ছােটগল্পের বই: ব্ল্যাক ম্যাজিক (জাগৃতি/২০১১) ডাইনি (জাগৃতি/২০১০) ছােটদের বই: আমার বয়স এগারাে বিয়ােগ পাঁচ (বৈশাখী প্রকাশ/২০১১) নিবন্ধ: কুড়ি-কড়চা (কলি প্রকাশনী/২০১১)