বিশিষ্ট বিজ্ঞানলেখক আবদুল্লাহ আল-মুতী বিজ্ঞানের নানা বিষয় নিয়ে বাংলায় অনেক লেখা লিখেছেন। তাঁর এসব লেখার সবচেয়ে বড় গুণ অসাধারণ কুশলী ও আকর্ষণীয় ভাষা। আবার যে বিষয় নিয়ে যখন যা তিনি লিখেছেন সে বিষয়ের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন সব সময়। বলতে পারি, তিনি আমাদের দেশের অপ্রতিদ্বন্দ্বী বিজ্ঞানলেখক; বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ে লেখা তাঁর বইগুলোর ভাষাও অত্যন্ত আকর্ষণীয়। বিজ্ঞান নিয়ে এই লেখালেখির জন্য তিনি পেয়েছেন ইউনেস্কো'র কলিঙ্গ পুরষ্কার। তবে আবদুল্লাহ আল-মুতী তাঁর নিজের জীবন সম্পর্কে তেমন বেশি কিছু লিখে যাননি, যা থেকে আমরা তাঁর ব্যক্তিজীবন ও লেখকজীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারি। সম্প্রতি তাঁর রেখে যাওয়া কাগজপত্র ও পাণ্ডুলিপির মধ্যে পাওয়া গেছে দুটি অসমাপ্ত লেখা। এর একটি হলো 'স্মৃতিকথা' এবং অপরটি 'সাগরপারের চিঠি'। 'স্মৃতিকথা' ধারাবাহিকভাবে ছাপা হয় ঢাকা থেকে প্রকাশিত 'চিহ্ন' নামে একটি মাসিক প্রত্রিকার বারোটি সংখ্যায়। 'স্মৃতিকথা'য় তিনি লিখেছেন তাঁর পরিবার ও গ্রামের কথা এবং শিক্ষাজীবনের কিছু কথা-কলেজ জীবন পর্যন্ত।