নোবেলজয়ী পদার্থবিদ রিচার্ড ফাইনম্যানের সবচেয়ে বিখ্যাত কাজ দ্য ফাইনম্যান লেকচারস অন ফিজিকস। এ বইয়ের সহজ ছয়টি অধ্যায় নিয়ে প্রকাশিত হয়েছিল সিক্স ইজি পিসেস। তারই অনুবাদ এ বই। ফাইনম্যানের এই কাজগুলোকে পদার্থবিজ্ঞান শিক্ষার ইতিহাসে এক মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। বিজ্ঞানের এক শাখার সঙ্গে অন্য শাখার সম্পর্ক, এসব শাখার মূল উদ্দেশ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলোর জবাব আমরা খুঁজে চলেছি ইত্যাদি প্রসঙ্গ উঠে এসেছে বইটির প্রথম তিন অধ্যায়ে। পরের তিন অধ্যায়ে শক্তির সংরক্ষণশীলতা নীতি, মহাকর্ষ ও কোয়ান্টাম বলবিদ্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মূল ধারণা জায়গা পেয়েছে। আনুষ্ঠানিক গণিতের বেড়াজালে না ঢুকেই ফাইনম্যান এসব গুরুত্বপূর্ণ বিষয় খুব সাধারণ ভাষায় উপস্থাপন করেছেন। সমীকরণের জটিল মারপ্যাঁচে না গিয়ে, শুধু যুক্তি দিয়েই যে পদার্থবিদ্যার তত্ত্ব ব্যাখ্যা করা যায়, এটা তিনি করে দেখিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোর্সে। এই বই আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে বিশ শতকের সবচেয়ে মেধাবী এক শিক্ষকের ক্লাসরুমে। পরিচয় করিয়ে দেবে তাঁর বিজ্ঞান-দর্শনের সঙ্গে।