ভূমিকম্প হলে ভয় না পেয়ে কী করে নিরাপদে থাকা যায় এই নিয়েই সিসিমপুরে ভূমিকম্প বইটি। এখানে হালুম, টুকটুকি, শিকু আর ইকরি শিখে নিচ্ছে ভূমিকম্প হলে কীভাবে ‘বসো, ঢাকো, ধরো’ চর্চা করে নিরাপদে থাকা যায়। সেই সাথে ভূমিকম্পে কোথায় আশ্রয় নেওয়া নিরাপদ আর কোথায় দাঁড়ানো একেবারেই নিরাপদ নয়, তাও জেনে নিচ্ছে।