সীরাত বা নবি-জীবন কোনও অবসর সময়ের বিনোদন নয়, নয় আরামকেদারায় হেলান দিয়ে পড়ার কোনও গল্প-সাহিত্য; বরং অনুকরণ ও আনুগত্যই হলো তার কাঙ্ক্ষিত উপযোগ। বিশুদ্ধতা ও প্রামাণিকতা ছাড়া সীরাত থেকে এ উপযোগ লাভ করা অত্যন্ত দুরূহ।
এ উপযোগকে সামনে রেখে মুহাদ্দিস ইবরাহীম আলি 'সহীহুস সীরাতিন নাবাবিয়্যাহ্' নামে একটি অনন্য সীরাত সংকলন করেছেন। আল্লাহর রহমতের উপর ভরসা করে, আমরা বইটির বাংলা অনুবাদ চার খণ্ডে প্রকাশ করার উদ্যোগ নিয়েছি। গত পাঁচ মাস আগে আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে 'সীরাতুন নবি ১' প্রকাশিত হওয়ার পাঁচ মাসের মধ্যে এখন 'সীরাতুন নবি ২' প্রকাশিত হলো। আলহামদু লিল্লাহ! অতি শীঘ্রই 'সীরাতুন নবি ৩' ও 'সীরাতুন নবি ৪' প্রকাশিত হবে, ইন শা আল্লাহ।
দেড় সহস্রাব্দি জুড়ে রচিত অসংখ্য সীরাত গ্রন্থের মধ্যে মুহাদ্দিস ইবরাহীম আলি কর্তৃক সংকলিত 'সহীহুস সীরাতিন নাবাবিয়্যাহ্' গ্রন্থটির অনন্য বৈশিষ্ট্য হলো—এখানে লেখকের নিজের বিবরণীতে সীরাত পেশ করা হয়নি; বরং সীরাতের বিবরণী সম্বলিত বিশুদ্ধ হাদীসসমূহকে একের পর এক লাগিয়ে দেওয়া হয়েছে। এদিক থেকে এটি মূলত একটি বিশুদ্ধ হাদীস-সংকলন মাত্র।
লেখকের নিজস্ব বিবরণীতে সীরাত তুলে না ধরার কারণে হয়তো গতানুগতিক সীরাত গ্রন্থাবলির আমেজ এ গ্রন্থে কিছুটা অনুপস্থিত; কিন্তু অনুসন্ধানী পাঠকের জন্য বিবরণীর গতিশীলতার চেয়ে প্রামাণিকতা অনেক বেশি প্রয়োজন। ঐতিহাসিক সকল ঘটনার ক্ষেত্রে এ নীতিটি সমানভাবে কার্যকর হলেও, মুহাম্মাদ -এর জীবনেতিহাসের ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি প্রযোজ্য; কারণ, আল্লাহ ও পরকাল-প্রত্যাশী লোকদের জন্য আল্লাহর রাসূল -এর জীবনই হলো সর্বোত্তম আদর্শ; আর অনুকরণীয় আদর্শের উৎস হওয়া চাই শক্তিশালী, প্রামাণ্য ও নির্ভরযোগ্য।
'সীরাতুন নবি ১'-এ স্থান পেয়েছে নবি -এর জন্মের আগ থেকে শুরু করে মদীনায় হিজরত পর্যন্ত সময়কার ঘটনাপ্রবাহ। আর হিজরতের পর থেকে খন্দক যুদ্ধ পর্যন্ত সময়কার ঘটনাবলি স্থান পেয়েছে 'সীরাতুন নবি ২'-এ। এ খণ্ডে অন্যান্য বিষয়ের পাশাপাশি যেসব বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়েছে, তা হলো: নবি -এর মদীনায় আগমন, মাসজিদে নববি'র নির্মাণ, মদীনা সনদের মূলপাঠ, সনদটির প্রামাণিকতা নিয়ে অনুপুঙ্খ বিশ্লেষণ, বদর যুদ্ধের আগের বেশ কয়েকটি অভিযান, জেরুজালেম থেকে মক্কার দিকে কিবলা পরিবর্তন, বদর যুদ্ধের নেপথ্য কারণ ও যুদ্ধের বিশদ বিবরণ, উহুদ যুদ্ধের বিস্তারিত আলোচনা, মদীনার ইয়াহূদিদের ধূর্তামির মোকাবিলা, আরবের বিভিন্ন গোত্রের প্রতারণা, উহুদ ও বানুল মুস্তালিক যুদ্ধের পর মুনাফিকদের নানা উৎপাত এবং ধৈর্য ও প্রজ্ঞার সাথে সেসব পরিস্থিতির মোকাবিলা।
এসব বিবরণ থেকে আবারও স্পষ্ট হয়ে উঠেছে—নবি-জীবন কোনও কল্পলোকের প্রশান্ত ঘটনাপ্রবাহের নাম নয়, এ হলো মানুষের বাস্তব জীবনে প্রতিদিন ঘটে-চলা ও ঘটিতব্য বিভিন্ন ঘটনার একটি আদর্শ রূপ মাত্র। তাগূতকে হটিয়ে ওহির প্রাধান্য কার্যকর করতে গেলে, যে কোনও সমাজে প্রায় একই দৃশ্য মঞ্চস্থ হবে, যা হয়েছিল দেড় হাজার বছর আগে মধ্যপ্রাচ্যের আরব সমাজে; দৃশ্যপটে কেবল কিছু নামের পরিবর্তন সহ কিছু ছোটোখাটো পার্থক্য দেখা দিতে পারে–এই যা!
সীরাত হয়ে উঠুক আমাদের প্রতিদিনের পথচলার আলোকবর্তিকা! আমীন!
ইবরাহীম আলি
Title :
সীরাতুন নবি (সা:) বিশুদ্ধ হাদীসের ভিত্তিতে নবি-জীবনের গ্রন্থনা - ২