নবুওতি মেহনত ও সভ্যতার মেহনত - মেহনত এই দুই ধরনের। সভ্যতার মেহনতের বুনিয়াদ হলো আসবাব বা বস্তু চেনা ও আসবাবের ব্যবহার জানা আর নবুওতি মেহনতের বুনিয়াদ হলো আমল জানা ও আমলের ব্যবহার জানা। আল্লাহ তায়ালা যুগে যুগে আাম্বিয়া আলাইহিস সালাম গনকে দুনিয়ায় পাঠিয়েছেন সভ্যতার মেহনতের মোকাবেলায় নবুওতি মেহনতকে প্রতিষ্ঠা করার জন্য অর্থাৎ ঈমান ও আমলকে পরিপূর্ণ ও শুদ্ধ করার দ্বারা দুনিয়া ও আখিরাতের সমস্ত প্রয়োজন ঈমান, আমল ও দোয়ার দ্বারা করার চেষ্টা করা এবং সমস্ত সমস্যার সমাধানও আমল ও দোয়ার দ্বারাই করার চেষ্টা করা। "ছিরাতুল ফালাহ (সফলতার পথ)" বইটিতে এই বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে।